• Shah Poran Shakil
  • প্রকাশিত: ১৯ নভেম্বার ২০২০

আরোও ৩০ জনের মৃত্যু করোনায়, শনাক্ত করা হয়েছে ২৩৬৮

single image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ২ হাজার ৩৬৪ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩০৫ জন।
আরও মোট শনাক্তের সংখ্যা চার লাখ ৪১ হাজার ১৫৯ জন ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবারের (১৮ নভেম্বর) তুলনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে।
এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়।
করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় ২ হাজার ২১১ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৪ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৫৬ হাজার ৭২২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৪ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৫৬ হাজার ৭২২ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৮২৩টি।

আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫৩১টি।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লাখ ছয় হাজার ৯৫২টি।

Spread the love

আপনার মতামত লিখুন